দেশজুড়ে

রাঙ্গামাটিতে ৩ সেতু নিয়ে মেতেছেন ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকরা

রাঙ্গামাটি পৌর শহরের কাছেই দুটি সেতুর রঙ করা হয়েছে আকাশি-সাদা আর একটি সেতুর হলুদ-সবুজ। আর কদিন পরই কাতার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই তিনটি ব্রিজকে নিয়ে মেতে উঠেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা। ভিন্ন নাম থাকলেও সেতুগুলোকে আর্জেন্টিনা-ব্রাজিল নামে প্রচার চলাচ্ছেন তারা।

Advertisement

খোঁজ নিয়ে জানা যায়, রাঙ্গামাটি পৌর শহরের রির্জাভ বাজার পুরানবস্তি ও জুগুলুক্যা পাহাড় এলাকায় ওয়াই আকৃতির সংযোগ সেতু ‘বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ তালুকদারের’ নামে নামকরণ করা হয় এবং ব্রাহ্মণটিলা এলাকায় অবস্থিত সেতুটির নাম করণ হয় ‘লাল বাহাদুর সেতরি’ সেতু। সেতু দুটি বাস্তবায়ন করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। সেতুগুলো করার সময় নিয়ম অনুসারে আকাশি ও সাদা রঙে রাঙানো হয়। সামনে আসছে বিশ্বকাপ ফুটবল খেলা। তাই সেতু দুটির নিজস্ব নাম থাকলেও রঙের কারণে সমর্থকরা আর্জেন্টিনা সেতু বলেই প্রচার চালাচ্ছেন।

অন্যদিকে রাঙ্গামাটি পৌর শহরের ‘আসামবস্তি’ নামের আরেকটি সেতু প্রথম থেকে লাল ও সাদা রঙের ছিল। সেটিকে ব্রাজিল সমর্থকদের দাবির পরিপ্রেক্ষিতে সবুজ-হলুদ রঙে রাঙানো হয়। সেতুটিকে এখন সমর্থকরা ব্রাজিল সেতু নামে প্রচার করছেন।

আর্জেন্টিনা সমর্থক ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাছির উদ্দিন সোহেল বলেন, ‘এখানে যে আর্জেন্টিনা সেতু আছে এর জন্য আমরা সমর্থকরা গর্বিত। সামনে যে বিশ্বকাপ আছে আমরা তা সবাই মিলে বড় পর্দায় উপভোগ করবো।’

Advertisement

আরেক আর্জেন্টিনা সমর্থক আলী হোসেন বলেন, ‘শুরু থেকে রাঙ্গামাটিতে আর্জেন্টিনার পতাকার রঙে সেতু দুটির রঙ করা হয়। যখন সেতু দুটি আর্জেন্টিনার নামে পরিচিত পায় তখন ব্রাজিল সমর্থকদের জ্বালা মেটাতে আরেকটি ব্রিজকে হলুদ-সবুজ রঙে রঙানো হয়। যার পরিপ্রেক্ষিতে রাঙ্গামাটিতে এখন দুটি আর্জেন্টিনা ও একটি ব্রাজিল ব্রিজ আছে। সব দিকে আর্জেন্টিনা এগিয়ে আছে আর এগিয়ে থাকবে।’

ব্রাজিল সমর্থক কাউসার আহম্মেদ বলেন, ‘আমি ব্রাজিল সমর্থন করি। আমাদের বিশ্বকাপ জয়ের ইতিহাস সবার জানা। এবারও জয় পাবো সে প্রত্যাশা রাখি। একইসঙ্গে আমাদের ব্রাজিল সমর্থকদের দাবির পক্ষে রাঙ্গামাটির অন্যতম ‘আসামবস্তি সেতু’টিকে ব্রাজিল পতাকার রঙে রাঙানো হয়েছে। এর জন্য কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা জানাই।’

আরেক ব্রাজিল সমর্থক মামুনুর রশিদ বলেন, ‘ব্রাজিল সব দিকে সেরা। ব্রিজের দিকেও। রাঙ্গামাটি শহরে সবচেয়ে বড় যে সেতুটি আছে সেটি ব্রাজিলের পতাকার রঙে রাঙানো।’

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা জাগো নিউজকে বলেন, ‘সংযোগ সেতুগুলো আমরা নীল ও সাদা রঙের করে থাকি। এ হিসেবে মানুষ মনে করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আর্জেন্টিনার সমর্থক। বর্তমানে ব্রাজিলের সমর্থকরাও আমাদের কাছে দাবি করছে কিছু কিছু সেতু হলুদ ও সবুজ রঙের করার জন্য। বিষয়টি বিবেচনায় নিয়ে ভাবছি কিছু সেতু ব্রাজিলের পতাকার রঙে করবো।’ রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘আমি উপলব্ধি করেছি রাঙ্গামাটিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক প্রায় কাছাকাছি। তাই অনেকের দাবিতে একটি ব্রিজের রঙ পরিবর্তন করে ব্রাজিলের পতাকার রঙে করে দিয়েছি। তাই বলে এ না আমি ব্রাজিল সমর্থক হয়ে গিয়েছি। আমি আর্জেন্টিনাতে আছি আর আর্জেন্টিনার সমর্থক হিসেবে থাকবো।’

Advertisement

সাইফুল উদ্দীন/এসজে/এএসএম