পাকিস্তানে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার বিকেলে দেশটির জং জেলায় এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।পাকিস্তান বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে পাইলট বিমানটি নিয়ে উড়ছিলেন। এ সময় পূর্ব পাঞ্জাবের জং জেলার আতহারা হাজারি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে পাইলট নিজেকে নিরাপদ রাখতে সক্ষম হন।খবরে বলা হয়েছে, বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। তবে প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ জানার জন্য সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। - আলজাজিরা
Advertisement