এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।
Advertisement
তারা হলেন— চট্টগ্রামের পটিয়ার উপজেলা বড়লিয়া গ্রামের বাসিন্দা চিন্তা শীল (৬২) ও কক্সবাজারের পেকুয়া থানা এলাকায় বাসিন্দা আবদুল খালেক (৩৫)। তাদের মধ্যে ডেঙ্গুতে প্রাণ হারানো চিন্তা শীল ১০ নভেম্বর পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। আবদুল খালেক ১২ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে। দুপুর সিভিল সার্জন অফিসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে— মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮০৩ জনে।
Advertisement
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে— গত জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে ৩ হাজার ৮০৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি মাসের ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১২৭ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮০ জন। বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে ১৪৫ জন চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে বেশিরভাগ মহানগরীতে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামে সেপ্টেম্বরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর চট্টগ্রামে ২৮ জনের মৃত্যু হয়েছে।
ইকবাল হোসেন/এমএএইচ/
Advertisement