রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে ঘণ্টাব্যাপী অবস্থান ধর্মঘট পালন করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা এ কর্মসূচি পালন করেন।
Advertisement
এসময় শ্রমিক নেতা রুহুল আমিন সুমন বলেন, ‘মালিকরা শ্রমিকদের প্রতিনিয়ত অত্যাচার করছেন। আমরা তো বেআইনি কিছু করিনি। তাহলে মালিকপক্ষ কেন ফ্যাক্টরি বন্ধ রেখেছে? শ্রমিকরা রাস্তায় রাস্তায় ঘুরছেন আর মালিক নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। অধিকারের কথা বলতে গেলেই শ্রমিকরা নির্যাতিত হচ্ছেন।’
মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গার্মেন্টসে বলা হচ্ছে কাজ নেই, কাজ নেই। কাজ না থাকলে নতুন নতুন গার্মেন্টস কীভাবে তারা খুলছেন? এত বড় একটা সেক্টর অথচ এক মাসের বেতন তারা শ্রমিকদের দিতে পারেন না। মালিকরা কানাডায় বেগমপাড়া তৈরি করেন। গাজীপুর, শ্রীপুর, মাওনায় নিজস্ব জমিতে ভবন তৈরি করেন। তাদের যদি লস-ই হয় তাহলে একটার পর একটা ভবন, ফ্যাক্টরি তৈরি করেন কীভাবে? আমরা সবই বুঝি।
তিনি আরও বলেন, এখানে দুটি গার্মেন্টসের শ্রমিকরা আছেন। একটা মিরপুরের ‘হিসাম গার্মেন্টস’ আরেকটা উত্তরার ‘হিএন্ডহি’। মিরপুরেরটা চুক্তি অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল, আর উত্তরারটা তিন মাস ধরে শ্রমিকদের কোনো বেতন দিচ্ছে না। হিএন্ডহি গার্মেন্টসে শ্রমিকরা গত ৬ তারিখ এসে দেখেন তালা মারা। শ্রমিকদের বেতন কীভাবে দেবে সেটা নিয়ে কর্মকর্তারা কোনো ধরনের যোগাযোগ করেননি। সেখানে প্রশাসন শ্রমিকদের সঙ্গে না থেকে মারধর করেছে।’
Advertisement
ধর্মঘটরত অন্য শ্রমিকরা বলেন, ‘যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখে তাদেরই বেতনের দাবিতে রাস্তায় দাঁড়াতে হয়েছে। হিএন্ডহি’র শ্রমিকরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। অনেকের ঘরে চাল নেই, খাবার নেই, তারা বাড়িভাড়া দিতে পারছেন না। শ্রমিকরা প্রত্যেকটা জায়গায় হেয়প্রতিপন্ন হচ্ছেন।’
এসএম/ইএ/এএসএম