মতামত

ফ্লোরিডার বাংলাদেশি চিকিৎসকদের ব্যতিক্রমী সম্মেলন

নিউ ইয়র্কে রেসিডেন্সি এবং ফেলোশিপ শেষ করে ২০০৪ সালে ফ্লোরিডার অরলান্ডোতে সপরিবারে চলে আসি।

Advertisement

সে সময়ই বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন অব নর্থ আমেরিকা, ফ্লোরিডার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে কাজ শুরু করি। এ সংগঠনটি এখন অনেক বড় হয়েছে।

অনেক বাধা-বিপত্তির মাঝ দিয়ে গেলেও এ সংগঠনটি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। সবাই একত্রে কাজ করছে।

বাৎসরিক সমাবেশ, বৈজ্ঞানিক সম্মেলন, বাংলাদেশ থেকে আসা তরুণ চিকিৎসকদের বৃত্তি প্রদান, কোভিডে মহামারির সময় বাংলাদেশি অধিবাসীদের সাহায্য করা, হ্যারিকেনে আক্রান্তদের সহায়তা করা, বাংলাদেশের বিপদে সবসময়ে পাশে থাকা সব ধরনের কাজ করে থাকে এ সংগঠনটি।

Advertisement

আন্তরিকতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সাথে কাজ করে যাচ্ছে সবাই এখানে। অনেক জায়গায় এটি বিরল।

কিছুদিন আগে বাহামাগামী বিলাসবহুল ক্রুজ শিপে বিএমএ এন এ ফ্লোরিডার বাৎসরিক সম্মেলন, বৈজ্ঞানিক সম্মেলন, লাগাতার সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল একটি ব্যতিক্রমী আয়োজন।

ডা. কাদের ভাই ছিলেন সফল কনভেনর। সভাপতি ডা. মুজিব, পরবর্তি সভাপতি ডা. আখতার, সাধারণ সম্পাদক ডা. মন্নুসহ সকলে চমৎকারভাবে এ আয়োজনটি সম্পন্ন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন ডা. লায়লা এবং তার সহকর্মীরা। অসাধারণ কাজ করেছেন সবাই। সব শিল্পীদের পরিবেশনা ছিল অনন্য।

বৈজ্ঞানিক সম্মেলনে ডা. সালাউদ্দিন, ডা. মামুন, ডা. ইমতিয়াজ, ডা. দিনারা, ডা. সীমাসহ অনেকে চমৎকার বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্হাপনা করেন।

Advertisement

এগিয়ে যাক বিএমএএনএ ফ্লোরিডা।

এইচআর/জেআইএম