দেশজুড়ে

আর্জেন্টিনা সমর্থকদের টেক্কা দিয়ে ব্রাজিলের ৫০০ হাত লম্বা পতাকা

কুমিল্লায় এবার ৫০০ হাত লম্বা একটি পতাকা টাঙিয়েছেন ব্রাজিল সমর্থকরা। বিশালাকার পতাকাটি দেখতে ভিড় করছে মানুষ। রোববার (১৩ নভেম্বর) বিকেলে বরুড়া পৌরসভার কসামি এলাকায় এ পতাকাটি টাঙানো হয়।

Advertisement

এর আগে জেলার বরুড়ায় আর্জেন্টিনা সমর্থকরা ২০০ হাত লম্বার একটি পতাকা টাঙিয়ে এলাকায় হইচই ফেলে দেন।

কসামি ব্রাজিল ফ্যানসের সদস্য গাজী দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, বিশ্ব ফুটবলে ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। খেলার মাঠেও ব্রাজিল চমক দেখায়। ভাল লাগা থেকে আমাদের এ ছোট্ট আয়োজন।

জামাল হোসেন নামের এক ব্রাজিল সমর্থক বলেন, আমাদের গ্রামে আর্জেন্টিনার সমর্থকরা ২০০ হাত লম্বার পতাকা তৈরি করে টাঙিয়েছিলেন। এরপর থেকে আমরা পরিকল্পনা করি তাদের থেকে ভাল কিছু করার। আজ ৫০০ হাত পতাকা তৈরি করে প্রদর্শন করলাম। এতে মনে শান্তি অনুভব করছি।

Advertisement

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জাগো নিউজকে বলেন, ফুটবল উন্মাদনা নিয়ে প্রতি আসরে পছন্দের দলকে সমর্থন জানিয়ে ভক্তরা ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন। তবে ভালবাসা প্রদর্শন করতে গিয়ে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেদিকে পুলিশের সজাগ দৃষ্টি রয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস