জাগো জবস

এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে উদীয়মান তারকারা

তারুণ্যের দক্ষতা উন্নয়নের সংগঠন ‘এক্সিলেন্স বাংলাদেশ’র আয়োজনে ‘মিট দ্য ইয়াং স্টার’ অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর বিকেল ৪টায় রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হলরুমে এ উপলক্ষে সৃষ্টি হয় মিলনমেলার।

Advertisement

আয়োজনে সংগঠনের সাবেক সদস্য, বিভিন্ন ইউনিটের শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, সংগঠক, শীর্ষ কর্পোরেট কর্মকর্তারা অংশ নেন।

এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সিইও বেনজির আবরার স্বাগত বক্তব্যে বলেন, ‘আজ পুরোনোকে মনে করার দিন। আমাদের প্লাটফর্মে অসংখ্য ছেলেমেয়ে তাদের পড়াশোনার সময় শেষে সাবেক হন। তাদের একটি বড় অংশকে আজ পেয়েছি। এর মাঝেই আমাদের ছেলেমেয়েরা দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানগুলোয় চাকরি পেতে শুরু করেছে। আমরা মূলত নেটওয়ার্কিং করতেই আয়োজনটা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানো এখন সময়ের দাবি।’

এ সময় উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হেড অব অ্যাডমিশন অ্যান্ড ব্রান্ডিং আব্দুল গাফফার হিরক, নুরতাজ অনলাইন শপিংয়ের প্রধান নির্বাহী মো. সেলিম শেখ, ওয়ালটনের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর জীবন আহমেদ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা জাহিদ হাসান, উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের ডিরেক্টর ইমানা হক জৈতি, জাগো নিউজের ফিচার বিভাগের প্রধান সালাহ উদ্দিন মাহমুদ, ঢাকা বিজনেসের স্টাফ রিপোর্টার হাকিম মাহী, বাংলার মিস্টার বিন খ্যাত জাদুশিল্পী রাসেদ শিকদার প্রমুখ।

Advertisement

আয়োজনজুড়ে সাবেক সদস্য ও অতিথিরা এক্সিলেন্স বাংলাদেশের নানা কাজের প্রশংসা করেন। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন তানজীম শাহরিয়ার মাহিন, সুমাইয়া রিমা, নিশাত তাসনীম। সবশেষে রাসেদ শিকদারের জাদুকরী পরিবেশনা মুগ্ধ করে সবাইকে।

আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার ‘সম্ভব’, ফটোগ্রাফি পার্টনার ‘আর্টফুল মাল্টিমিডিয়া’। সহযোগিতায় ছিল নূরতাজ অনলাইন শপিং মল। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের শতাধিক উদীয়মান তারকা উপস্থিত ছিলেন। প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়।

এসইউ/জিকেএস

Advertisement