জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াড ২০২২ এ দ্বিতীয় হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফজলুল করিম চৌধুরী সাবিত।
Advertisement
শুক্রবার ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড ফার্মিং ফিউচার-বাংলাদেশের সহযোগিতায় জাহাঙ্গীরনগর বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বায়োটেক ক্লাব ‘জীবন ধারায় নতুন বেগ, সমৃদ্ধির বায়োটেক’ প্রতিপাদ্য নিয়ে এ অলিম্পিয়াডের আয়োজন করেছে।
অলিম্পিয়াডের বিশ্ববিদ্যালয় পর্যায়ে মোট ৩০টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ফজলুল করিম চৌধুরী, সমিতা সরকার তুলি, জাওয়াতা আফনান সাহারা, ফারহান ইশরাত রাফি এবং আনিকা হুমাইরাকে পুরস্কার দেওয়া হয়।
অলিম্পিয়াডের বিষয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক উম্মে সালমা জোহরা বলেন, প্রথমবারের মতো বায়োটেকনোলজি বিভাগ অলিম্পিয়াডের আয়োজন করেছে। সারাদেশের শিক্ষার্থীদের এমন প্রতিক্রিয়ায় আমরা অভিভূত। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Advertisement
জেএস/এমএস