ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার যুক্ত করছে প্ল্যাটফর্মটি। এবার নিয়ে এলো ‘সেলফ চ্যাট’ ফিচার। যার মাধ্যমে নিজের সঙ্গে নিজেই কথা বলতে পারবেন। কুইক নোটস ও সেভ লিংকের জন্য সেলফ চ্যাট ব্যবহার করতে পারেন।
Advertisement
অনেকেই প্রিয়জন বা কাছের কারো চ্যাটেই জরুরি এসব পাঠিয়ে রাখেন। তবে অন্যান্য চ্যাটের ভিড়ে এই জরুরি বার্তাগুলোই হারিয়ে যায়। এখন থেকে জরুরি বার্তা, নোটস, লিঙ্ক কিংবা ছবি-ভিডিও সেখানে জমা রাখতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কীভাবে এটি ব্যবহার করতে পারবেন-
>> প্রথমে ফোন থেকে যে কোনো ব্রাউজার খুলুন।>> এরপর অ্যাড্রেস বারে “wa.me//” লিখে নিজের দেশের কোড লিখুন। সেই সঙ্গে দিন নিজের হোয়াটসঅ্যাপ নম্বর।>> এবার ‘এন্টার’ দিলেই আপনি সোজা হোয়াটসঅ্যাপের পেজে পৌঁছে যাবেন। সেখানে একেবারে শীর্ষে আপনার ফোন।>> নম্বর ও একটি বক্স দৃশ্যমান হবে, যেখানে লেখা থাকবে ‘কন্টিনিউ টু চ্যাট’। বক্সটি সিলেক্ট করুন।>> হোয়াটসঅ্যাপ আপনার সব কথোপকথনই দেখাবে। পাশাপাশি নিজের নম্বরের সঙ্গেও চ্যাট করতে পারবেন আপনি।
আপাতত বিটা ব্যবহারকারীদের জন্য এই ফিচার আনা হয়েছে। তবে অ্যান্ড্রয়ডেই নয়, ওয়েব ফরম্যাটেও এটি ব্যবহার করতে পারবেন। কবে থেকে সবার জন্য দেওয়া হবে এই ফিচার সেবিষয়ে কিছুই জানায়নি মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।
Advertisement
সূত্র: ইন্ডিয়া টু ডে
কেএসকে/এমএস