নওগাঁর ধামইরহাটে বিষধর চন্দ্রবোড়া একটি সাপ ধরা পড়েছে। শনিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ঘুকসি বিলের পাশের একটি বাগান থেকে সাপটি ধরে স্কুলছাত্র সাকিব হাসান।
Advertisement
সাকিব উপজেলার উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের রবিউল ইসলামের ছেলে ও স্থানীয় চন্ডিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাটের উমার ইউনিয়নের চকশব্দল গ্রামের পূর্বপাশের ঘুকসি বিলে মাছ ধরতে যায় সাকিব হাসান। ফেরার পথে বিলের পাশের বাগানে একটি আকাশমনি গাছে চন্দ্রবোড়া সাপটি দেখতে পায় সে। পরে কৌশলে সে সাপটি ধরে জালে বন্দি করে। এরপর বাড়ি এসে স্থানীয় বন কর্মকর্তাকে খবর দিলে তারা সাপটি নিজেদের হেফাজতে নেন।
আরও জানা যায়, চন্দ্রবোড়া সাপটি এখন বিলুপ্ত প্রজাতির। ধানক্ষেতে এই সাপের আনাগোনা বেশি থাকে। বরেন্দ্র অঞ্চলের বেশ কয়েকজন কৃষকের প্রাণ নিয়েছে চন্দ্রবোড়া। এই সাপ খুবই বিষাক্ত হওয়ায় কামড় দিলে অধিকাংশ মানুষই মারা যায়। তবে বাঁচলেও দংশিত স্থানে পচন ধরে।
Advertisement
ধামইরহাট বিটের বন কর্মকর্তা আনিছুর রহমান বলেন, সাপটি উদ্ধার করা হয়েছে। বিষধর সাপটি রাসেল ভাইপার। স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা উলুবোড়া নামেও পরিচিত। সাপটি মূলত ভাইপারিডি পরিবারভুক্ত। এটি আমাদের দেশে দুর্লভ। কালেভেদে এদের দেখা মেলে।
আব্বাস আলী/এমআরআর/জেআইএম