সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর মনির হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শনিবার (১২ নভেম্বর) সকালে করতোয়া নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনির হোসেন রূপপুর পুরানপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। তিনি মওলানা সাইফ উদ্দিন এহিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মনির তার বন্ধুদের সঙ্গে করতোয়া নদীতে নৌকায় ঘুরতে যায়। পরে সবাই বাড়ি ফিরে আসলেও মনির ফেরেনি। এরপর শনিবার ভোরে জেলেরা করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
Advertisement
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন বলেন, মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেএস/এমএস