সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে বাংলাওয়াশ করলো টাইাগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেয়া ১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফি বাহিনী। এর আগে ৩-০ ব্যবধানে তিন ম্যাচের টেস্ট সিরিজ জেতে স্বাগতিকরা।সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩০ ওভারে ১২৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা। ভুসি সিবান্দা করেন ৩৭ রান। এ দুই ব্যাটসম্যান ছাড়া সফরকারীদের আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘরে যেতে পারেননি।১২৯ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৫৮ রানে ৪ উইকেট হারিয় চাপে পরে টাইগাররা। পঞ্চম উইকেটে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে ৩৫ রান যোগ করলে চাপ কেটে ওঠে স্বাগতিকরা। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৫১ রানে সহজেই জয়ের দেখা পায় বাংলাদেশ।এর আগে বাংলাদেশের অভিষিক্ত বোলার তাইজুল, সাকিব ও জুবায়েরেরে বিধ্বংসী বোলিংয়ে ৩০ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বল হাতে তাইজুল ৭ ওভারে ২ মেডেনসহ ১১ রানে ৪টি, সাকিব ৩টি ও জুবায়ের ২টি উইকেট নেন। বাংলাদেশের এই তিন স্পিনারই জিম্বাবুয়ের ১০টি উইকেটের ৯টি নেন। একটি উইকেট নেন মাশরাফি।সংক্ষিপ্ত স্কোর:জিম্বাবুয়ে৩০ ওভারে ১২৮ (মাসাকাদজা ৫২, রাজা ৯, সিবান্দা ৩৭, টেইলর ৯, মায়ার ৯, মারুমা ১, চিগুম্বুরা ৩*, পানিয়াঙ্গারা ০, নিউম্বু ৩, চাটারা ০, কামুনগোজি ২; তাইজুল ৪/১১, সাকিব ৩/৩০, জুবায়ের ২/৪১, মাশরাফি ১/২৩)বাংলাদেশ২৪.৩ ওভারে ১৩০/৫ (তামিম ১০, এনামুল ৮, সৌম্য ২০, মাহমুদুল্লাহ ৫১*, সাকিব ০, মুশফিক ১১, সাব্বির ১৩*; চাটারা ৩/৪৪, পানিয়াঙ্গারা ২/৪৯)।বাংলাদেশ-জিম্বাবুয়ের পাঁচ ওয়ানডে সিরিজের ফলাফল:প্রথম ওয়ানডে-স্কোর: বাংলাদেশ- ২৮১/৭ (৫০ ওভার), জিম্বাবুয়ে- ১৯৪ (৪২.১ ওভার)। বাংলাদেশ ৮৭ রানে জয়ী। দ্বিতীয় ওয়ানডে-স্কোর: বাংলাদেশ- ২৫১/৭ (৫০ ওভার), জিম্বাবুয়ে- ১৮৩ (৪৪.৫ ওভার)। বাংলাদেশ ৬৮ রানে জয়ী।তৃতীয় ওয়ানডে-স্কোর: বাংলাদেশ- ২৯৭/৬ (৫০ ওভার), জিম্বাবুয়ে- ১৭৩ (৩৯.৫ ওভার)। বাংলাদেশ ১২৪ রানে জয়ী।চতুর্থ ওয়ানডে-স্কোর: বাংলাদেশ- ২৫৬/৮ (৫০ ওভার), জিম্বাবুয়ে- ২৩৫/৮ (৫০ ওভার)। বাংলাদেশ ২১ রানে জয়ী।পঞ্চম ওয়ানডে-স্কোর: জিম্বাবুয়- ১২৮ (৩০ ওভার), বাংলাদেশ- ১৩০/৫ (২৪.৫ ওভার)। বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।ফলাফল- পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ৫-০ তে জয়ী।
Advertisement