জাতীয়

বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা ডিবিতে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবিপ্রধান হারুন অর রশীদ।

তিনি বলেন, গত ৪ নভেম্বর নিখোঁজ হন ফারদিন। ৫ নভেম্বর তার বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই আমরা ছায়াতদন্ত শুরু করি। গত ৭ নভেম্বর তার মরদেহ শীতলক্ষ্যা থেকে উদ্ধারের দুদিন পর গতকাল রাতে তার বাবা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় বুশরা নামে এক শিক্ষার্থীকে আসামি করা হয়। তিনি ফারদিনের বান্ধবী। তাকে এর আগেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মামলা হওয়ার পর তাকে গ্রেফতার দেখিয়েছি।

এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক বা সামাজিক কোনো ঝামেলা ছিল কি না তা খোঁজ করা হচ্ছে বলে জানান ডিবিপ্রধান।

Advertisement

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ যাচাই-বাছাই চলছে। ঘটনাটি কীভাবে ঘটছে আমরা এখনই বলতে পারছি না। একটু সময় লাগবে। ডিবির দু-তিনটি টিম কাজ করছে। আরও পারিপার্শ্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

আরএসএম/জেডএইচ/এএসএম