ক্যাম্পাস

দ্বিতীয় দিনের মতো চলছে বশেমুরবিপ্রবির শিক্ষকদের কর্মবিরতি

দুই দফা দাবি নিয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে দ্বিতীয় দিনের মতো। কর্মবিরতির ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

Advertisement

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান বলেন, রিজেন্ট বোর্ডে ইউজিসির পাঠানো অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের ভিতরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো চলছে। ফলে বিশ্ববিদ্যালয়ের সব শ্রেণি কক্ষে তালা ঝোলানো রয়েছে। সব একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমও বন্ধ রেখেছে শিক্ষকরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল থেকেই ক্লাস বর্জন করে শিক্ষকরা। ফলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। আজ সকাল থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে আসলেও ক্লাস না হওয়ায় ক্যাম্পাসে ঘোরাফেরা করছে।

এদিকে কর্মবিরতির কারণে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকেরা পড়েছেন চরম ভোগান্তিতে। হঠাৎ করে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করলে একাডেমিক ভবনের তিন তলায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় অভিভাবক ও ভর্তিচ্ছুরা ক্ষোভ প্রকাশ করেন।

Advertisement

এ ঘটনায় শিক্ষক সমিতিকে দোষারোপ করে বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মো. শাহজাহান বলেন, শিক্ষক সমিতি বলেছে ভর্তি নিবে না আজকে। কারণ তাদের কর্মবিরতি। শিক্ষক সমিতি বললে ভর্তি নেব। তবে ভর্তি চলবে জানিয়েও এভাবে হেনস্তা করায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা উত্তেজিত ভাষায় এর বিচার চান।

তবে এ ব্যাপারে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আবু সালেহকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, মঙ্গলবার (৮ নভেম্বর) রিজেন্ট বোর্ডে ইউজিসির পাঠানো অভিন্ন নীতিমালা অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আইসিটি পার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রতিবাদে শিক্ষক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক সমিতি ও শিক্ষকদের অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু গ্রহণ করার ব্যাপারে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও শিক্ষকদের সাধারণ সভার পরামর্শ অনুযায়ী একাডেমিক কাউন্সিলের গঠিত অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ করা হয়নি। পরে রিজেন্ট বোর্ডে ইউজিসির পাঠানো অভিন্ন নীতিমালা নির্দেশিকাটি হুবহু অনুমোদন করা হয়েছে। অভিন্ন নীতিমালায় শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতির বিভিন্ন শর্তে অপষ্টতা ও অসামঞ্জস্যতা বিদ্যমান থাকায় এবং অভিন্ন নীতিমালা পর্যালোচনা কমিটির কোনো সুপারিশ গ্রহণ করা হয়নি।

Advertisement

এছাড়া আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ৫৫ একরের স্বল্প আয়তনে আইসিটি পার্ক স্থাপনে তীব্র আপত্তি জানানো হয়। নতুন করে জমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের আয়তন বাড়িয়ে উক্ত স্থানে আইসিটি পার্ক নির্মাণের দাবি জানানো হয়।

উক্ত দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানানো হয়।

জেএস/জিকেএস