আন্তর্জাতিক

১১ হাজার কর্মী ছাঁটাই করছেন মার্ক জাকারবার্গ

মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠিত ফেসবুকের মূল কোম্পানি মেটা বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মোট কর্মশক্তির ১৩ শতাংশ বাদ দেওয়া হবে। এতে ১১ হাজারের বেশি কর্মী চাকরি হারাতে যাচ্ছেন। সম্প্রতি ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি বিজ্ঞাপন কমায় চাপে পড়েছে প্রযুক্তি কোম্পানিটি। খবর আল-জাজিরার।

Advertisement

গত ১৮ বছরের মধ্যে এটা হতে যাচ্ছে মার্ক জাকারবার্গের কোম্পানির সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা। শুধু মেটা নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য টেক কোম্পানিও একই পথে হাঁটছে। এরই মধ্যে ইলন মাস্ক টুইটার থেকে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। করোনা মহামারিতে টেক কোম্পানিগুলো অর্থনৈতিকভাবে ভালো অবস্থানে ছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঘন ঘন সুদের হার বৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির কারণে ব্যাপক চাপে পড়েছে এসব কোম্পানি।

চলতি বছর মেটার শেয়ার কমেছে দুই-তৃতীয়াংশ। এমন পরিস্থিতিতে মেটার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিবেচনামূলক খরচ কমানো হবে। তাছাড়া প্রথম প্রান্তিক থেকেই নতুন কর্মী নেওয়া কমানো হয়।

ছাঁটাইয়ের ব্যাপারে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় জাকারবার্গ বলেন, আজ আমি মেটার ইতিহাসে কিছু কঠিন পরিবর্তনের কথা জানাতে যাচ্ছি। আর এই সিদ্ধান্তের দায় আমি নিতে চাই। আমি জানি এটা সবার জন্যই অনেক কঠিন এবং এর প্রভাবের জন্য আমি অত্যন্ত দুঃখিত।

Advertisement

অন্যদিকে ভারতে টুইটারের প্রায় পুরো টিমই ছাঁটাই করেছেন প্রতিষ্ঠানটির নতুন মালিক ইলন মাস্ক। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস ও দ্য মিন্টের খবরে এ তথ্য জানানো হয়। জানা গেছে, ভারতে টুইটারের ২৩০ জনের মতো কর্মী থেকে প্রায় ১৮০ জনকেই চাকরিচ্যুত করা হয়।

এমএসএম