দেশজুড়ে

বাড়িতে বাবার মরদেহ রেখে পরীক্ষা দিলেন সামিয়া

বাড়িতে বাবার মরদেহ রেখেই এইচএসসি পরীক্ষা দিলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দাইমি কোদালপুর গ্রামের সামিয়া মাহবুব।

Advertisement

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে সামিয়ার বাবা মাহাবুব সরদার (৫০) মারা যান। পরে বাড়িতে বাবার মরদেহ রেখে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নেন সামিয়া।

সামিয়া ছয় বোনের মধ্যে চতুর্থ। তিনি সরকারি সামসুর রহমান কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তার পরীক্ষা কেন্দ্র পড়েছে সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে।

সামিয়ার ফুপু রেবেকা বেগম জানান, তার ভাই মাহাবুব সরদার গোসাইরহাট বাজারে ব্যবসা করতেন। তিনি দীর্ঘদিন ধরে জ্বরে ভুগছিলেন। মঙ্গলবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

রেবেকা আরও বলেন, সামিয়ার আজ এইচএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা ছিল। বাবার মরদেহ বাড়িতে রেখে তিনি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা দিয়ে বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন সামিয়া।

হল সুপার দৌলদ আহমেদ চৌধুরী বলেন, ‘সে যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে সেজন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করেছি।’

গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফি বিন কবির বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। ঘটনাটি শুনে তাকে পরীক্ষা দিতে উৎসাহিত করি।

মো. ছগির হোসেন/এসআর/এএসএম

Advertisement