কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে লালচান মিয়া (৪২) নামের এক জেলের জালে ৩৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে।
Advertisement
সোমবার (৭ নভেম্বর) সকালে মাছটি ধরা পড়ে। পরে চিলমারীর থানাহাট পৌর বাজারে ৩৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন লালচান মিয়া।
মাছটির ক্রেতা মাছের মালিক কমল রায়। তার বাড়ি চিলমারী উপজেলার ফকিরেরহাট এলাকায়। তিনি জানান, ১২০০ টাকা কেজি দরে মাছটি কেটে বিক্রি করেন। এতে তার লাভ হয়েছে সাত হাজার টাকা।
কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বলেন, এ ধরনের বড় মাছ ধরার খবর শুনেছি। ব্রহ্মপুত্র নদে অনেক বড় বড় মাছ আছে। মাঝে মাঝেই বিভিন্ন জাতের বড় বড় মাছ ধরার খবর আসে। এতে বোঝা যায় এ জেলার নদ-নদী এখনো মৎস্য সম্পদে সমৃদ্ধ।
Advertisement
ফজলুল করিম ফারাজী/এসআর/এএসএম