গণমাধ্যম

মাহফুজ আনামের বিরুদ্ধে ২০০ কোটি টাকার মামলা

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে সিলেটে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে ১০০ কোটি টাকার দুটি মানহানি মামলা দায়ের করেছে ছাত্রলীগ।রোববার সকালে সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার পৃথকভাবে ১০০ কোটি টাকার দুটি মামলা দায়ের করেন।বাদী আবদুল বাসিত রুম্মানের আইনজীবী হুমায়ুন কবীর বাবুল জানান, আদালত মামলা আমলে নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেছেন।মামলার শুনানিতে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট একেএম সামিউল আলম, সাবেক সভাপতি অ্যাডভোকেট রুহুল আনাম মিন্টু, অ্যাডভোকেট হুমায়ুন কবির বাবুল, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট মাহফুজুর রহমমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন-মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান খোকন, ছাত্রলীগের সাবেক সদস্য ময়নুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি একরামুল হাসান শিরু প্রমুখ।এর আগে গত ৬ ফেব্রুয়ারি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এটিএন নিউজ’এর একটি টকশোতে অংশ নিয়ে মাহফুজ আনাম সংবাদ প্রকাশের ব্যাপারে তার ভুল স্বীকার করেন। এরপরই বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।এরই মধ্যে গত ৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন।এছাড়া ১১ ফেব্রুয়ারি মাহফুজ আনামের বিরুদ্ধে শেখ হাসিনার বিষয়ে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশের জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ঢাকায় আরেকটি মামলা করা হয়েছে। মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর আদালতে এ মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির এক সদস্য। ওই দিনই কক্সবাজার ও গোপালগঞ্জের আদালতে এমন অভিযোগে পৃথক দুটি মামলা হয়।ছামির মাহমুদ/এসএস/এবিএস

Advertisement