জীবনে সফল হওয়ার প্রচেষ্টা থাকে সবার। কিন্তু এমন কিছু কাজ আছে যা সন্তুষ্টচিত্তে করতে পারলেই ধরে নেয়া যাবে আপনি সফল। একজন মানুষের ভেতরে কিছু লক্ষণ দেখলে অনুমান করা যাবে, তিনি জীবনে সফল হতে চলেছেন। কী সেই লক্ষণ? চলুন জেনে নিই।১. নিজেকে বদলানোর মানসিকতা।২. অন্যের অভিযোগের বিষয় না হওয়া।৩. লাভজনকভাবে কাজে সময় ব্যয় করা।৪. স্ব-প্রণোদিত হয়ে কাজ করা।৫. বেশি কাজ করতে দ্বিধাবোধ না করা।৬. অন্যদের সাহায্য করতে ইচ্ছুক হওয়া।৭. অন্যের ভুল ক্ষমা করা।৮. অন্যের সাফল্যে আনন্দিত হওয়া৯. সবরকম বাঁধা-বিপত্তি থেকে শেখার মানসিকতা।১০.সফল মানুষ হচ্ছে ভালবাসা পাওয়া।১১.নিঃশর্তভাবে ভালোবাসা।১২. দায়িত্ব নেয়া এবং অন্যকে দোষারোপ না করা।১৩. নতুনকিছু শিখতে আগ্রহী হওয়া।১৪. মানুষ সম্পর্কে জানতে আগ্রহী।১৫. আপনি সবসময় ভালো করতে ইচ্ছুক।১৬. কাউকে বাঁধাগ্রস্ত না করা।১৭. নির্ভীক হওয়া।১৮. যা জানা নেই, তা সম্পর্কে প্রশ্ন করে জেনে নেয়া।১৯. যেকোনো বিষয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার মানসিকতা।২০. ভালো কাজে সবার সঙ্গে থাকা।২১. নিজস্ব বিষয় সম্পর্কে উত্সাহী।২২. নিজের শক্তি এবং দুর্বলতা বুঝতে পারা।২৩. ভুল স্বীকার করার মানসিকতা।২৪. অন্যের ব্যথা বুঝতে পারা।২৫. আলোচনার বিষয়বস্তু হতে পারা।২৬. হাল না ছাড়া মানসিকতা।২৭. নিজের প্রতি বিশ্বাস রাখা।২৮. অন্যরা কী ভাবলো তা নিয়ে না ভেবে ভালো কাজে মন দেয়া।২৯. সমালোচনাকে ইতিবাচকভাবে নেয়া।৩০. চারপাশের সবাইকে ভালোবাসা।এইচএন/এবিএস
Advertisement