সাতক্ষীরার কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ‘গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ‘বিচ্ছেদ নয় মিলনই মৌলিক’- প্রতিপাদ্যকে সামনে রেখে সৌহার্দ সম্প্রীতি সম্ভ্রমের এ উৎসবের আয়োজন করা হয়।
Advertisement
শনিবার (৫ নভেম্বর) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সুশীলন’র সাতক্ষীরা আঞ্চলিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালীগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।
এদিন, সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলন, মৈত্রী বৃক্ষরোপণ ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রাণালয়ের সাবেক সচিব কবি আবদুস সামাদ ফারুক। সভাপতিত্ব করেন প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান।
Advertisement
সাহিত্য সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি কথাশিল্পী হোসেনউদ্দীন হোসেন, সুশীলনের প্রধান নির্বাহী ও আবৃত্তিশিল্পী মোস্তফা নুরুজ্জামান, এনজিও ব্যক্তিত্ব মোস্তফা আক্তারুজ্জামান, কবি ও শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফ, কবি ফরহাদ খান চৌধুরী, কবি অনিন্দ্য আনিস, কবি পল্টু বাসার, কবি শুভ্র আহমেদ, আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, কবি স ম তুহিন, শিশুসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরী, কবি দিলরুবা রুবি, কবি তৃপ্তি মোহন মল্লিক, কবি কিশোরী মোহন সরকার, কবি সৌহার্দ্য সিরাজ, কবি সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, কবি ইলা মল্লিক, কবি জাফরুল্লাহ ইব্রাহীম, কবি প্রাণকৃষ্ণ সরকার, কবি অরবিন্দ মৃধা, আবৃত্তিশিল্পী সাহিত্য ভঞ্জ চৌধুরী, ভারতীয় কবি ড. কানাই সেন, কবি কল্লোল ঘোষাল, শিল্পী অঞ্জনা গোস্বামী প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে ছিল স্বরচিত কবিতা পাঠ ও পঠিত কবিতার ওপর আলোচনা এবং পুরস্কার বিতরণ। এ পর্বে সভাপিতত্ব করেন এস এম হারুন-উর রশীদ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দমুখর এ উৎসবের সমাপ্তি ঘটে।
এএএইচ/এমএস
Advertisement