আন্তর্জাতিক

মন্দার ঝুঁকিতেও ওয়ারেন বাফেটের বার্কশায়ারের আয় বেড়েছে ২০ শতাংশ

ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ের অপারেটিং আয় তৃতীয় প্রান্তিকে ২০ শতাংশ বেড়েছে। এ সময়ে আরও এক বিলিয়ন ডলারের বেশি শেয়ার কিনেছে কোম্পানিটি। বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি থাকা সত্ত্বেও বার্কশায়ার এমন আয়ের খবর দিলো। শনিবার (৫ নভেম্বর) সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

ওমাহাভিত্তিক কোম্পানিটির অপারেটিং আয় (বীমা, রেলপথ ও ইউটিলিটি অন্তর্ভুক্ত) তৃতীয় প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বরে দাঁড়ায় সাত দশমিক ৭৬১ বিলিয়ন ডলারে, যা বছরের আগের সময়ের থেকে ২০ শতাংশ বেশি।

ইনস্যুরেন্স বিনিয়োগ থেকে আয় হয়েছে এক দশমিক ৪০৮ বিলিয়ন ডলার, যা এক বছর আগের এক দশমিক ১৬১ বিলিয়ন ডলার থেকে বেশি। কোম্পানির ইউটিলিটি ও এনার্জি ব্যবসা থেকে আয় এসেছে এক দশমিক ৫৮৫ বিলিয়ন ডলার, যা বার্ষিক ১ দশমিক ৪৯৬ বিলিয়ন ডলার থেকে বেশি। তবে রেলপথ থেকে আয় ২০২১ সালের এক দশমিক ৫৩৮ থেকে কমে এক দশমিক ৪৪২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

এদিকে একই সময়ে বার্কশায়ার শেয়ার কিনতে খরচ করেছে এক দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার। গত নয় মাসে মোট ৫ দশমিক ২৫ বিলিয়ন ডলারের শেয়ার কিনেছে কোম্পানিটি।

Advertisement

তবে অপারেটিং থেকে বিশ শতাংশ আয় এলেও তৃতীয় প্রান্তিকে বার্কশায়ারের মোট ক্ষতি হয়েছে দুই দশমিক ৬৯ বিলিয়ন ডলার। কিন্তু এক বছর আগে কোম্পানিটির লাভ করে ১০ দশমিক ৩৪ বিলিয়ন ডলার।

এমএসএম