রোগীকে দেখতে যাওয়া ও তার সেবাযত্ন করা সুন্নত। এক মুসলমানের ওপর অপর মুসলমানের ৬টি হক। তন্মধ্যে একটি হলো- কেউ অসুস্থ্য হলে তাকে দেখতে যাওয়া। তার সেবাযত্ন করা। আর কেউ যদি অজু করে কোনো রোগীকে দেখতে যায় তার জন্য রয়েছে উত্তম পুরস্কার ও ফজিলত। কী সেই ফজিলত?
Advertisement
হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কেউ বিকালে কোনো রোগীকে দেখতে গেলে সত্তর হাজার ফেরেশতা তার সঙ্গে রওয়ানা হয় এবং তারা তার জন্য ভোর হওয়া পর্যন্ত ক্ষমা চাইতে থাকে। উপরন্তু তার জন্য জান্নাতে একটি বাগান তৈরি করা হয়।আর কোনো ব্যক্তি দিনের প্রথমভাগে রোগী দেখতে যায়, তার সঙ্গেও সত্তর হাজার ফেরেশতা রওয়ানা হয় এবং তারা সন্ধ্যা হওয়া পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। তাকেও জান্নাতে একটি বাগান দেওয়া হয়।’ (আবু দাউদ ৩০৯৮)
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ফজিলতপূর্ণ আমলটি করার তাওফিক দান করুন। অজু করে রোগীকে দেখতে যাওয়ার এবং তার সেবাযত্ন করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/এমএস
Advertisement