বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের আয়োজনে প্রথমবারের মতো মূকাভিনয় কর্মশালার হচ্ছে রাজশাহীতে। মূকাভিনয় কর্মশালারটি কোর্স পরিচালক হিসেবে আছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা।
Advertisement
তিনি আমেরিকা থেকে স্কাইপিতেযুক্ত হয়ে কর্মশালার ক্লাস পরিচালনা করবেন। কর্মশালার প্রধান প্রশিক্ষক হিসেবে আছেন নবধারার মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন।
এছাড়া অন্যান্য প্রশিক্ষকদের মধ্যে রয়েছেন কবি ও সংস্কৃতিকর্মী মানবাধিকারকর্মী শাহেদ কায়েস এবং নৃত্যশিল্পী, মূকাভিনেতা ও চিত্রসাংবাদিক আল মাসুম সবুজ।
আজ ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর ২০২২ প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনদিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ফ্লোরে অনুষ্ঠিত হবে।
Advertisement
এরই মধ্যে রাজশাহী বিভাগের বিভিন্ন নাট্যদলের বাছাই করা ১৬জন নাট্যকর্মী কর্মশালায় অংশগ্রহণ করেছেন। এই আয়োজনে সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার।
সার্বক্ষণিক সহযোগিতায় আছেন নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমির জামান। সমগ্র আয়োজনে সমন্নয়ক দল হিসেবে রয়েছে মূকাভিনয়, রাজশাহী এবং সহযোগিতায় রয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের মহাপরিচালক কাজী মশহুরুল হুদা দেশব্যাপী শুদ্ধ সংস্কৃতি চর্চা এবং বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও আবহমান বাঙলা সংস্কৃতির নিরিখে বাঙলা মূকাভিনয়ের চর্চার জোরদার করার প্রতি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র এরই মধ্যে ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে কর্মশালা সম্পন্ন করেছে।
এমআই/এমএমএফ/জিকেএস
Advertisement