দেশজুড়ে

ইঁদুরের বিষ মাখানো চালভাজা খেয়ে শিশুর মৃত্যু, বোন হাসপাতালে

বাগেরহাটের মোল্লাহাটে ইঁদুর মারার বিষ খেয়ে আসমা নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার বোন আছিয়া (৫) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গাংনী সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু আসমা ও আছিয়া সরকারপাড়া এলাকার এনামুল শেখ ও মৌসুমী দম্পতির মেয়ে।

শিশুদের মা মৌসুমি বেগম জানান, বাড়ির পাশের বাগানে কাঠবাদাম কুড়াতে যায় ওই দুই শিশু। কিছুক্ষণ পরে অসুস্থ অবস্থায় তারা ঘরে ফেরে। তখন তাদের মুখ দিয়ে ফেনা ও লালা বের হচ্ছিল। এ সময় টক খাওয়ালে উপকার হবে ভেবে তারা জলপাই খাওয়ান। তাতে কোনো প্রতিকার না পাওয়ায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আসমাকে মৃত ঘোষণা করেন। এ সময় আছিয়াকে তাৎক্ষণিকভাবে খুমেক হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

ওই বাগানে ইঁদুর মারার জন্য চালভাজায় বিষ মাখানো ছিল। বুঝতে না পেরে তারা চালভাজা খেয়ে ফেলেছিল বলে জানান শিশু দুটির মা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অপূর্ব পোদ্দার জানান, হাসপাতালে আনার আগেই শিশু আসমার মৃত্যু হয়। আছিয়ার অবস্থাও খুব খারাপ ছিল। তাকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বিষক্রিয়ায় এ ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।

এসআর/জেআইএম

Advertisement