বিনোদন

ক্যাটের জন্মদিনে দীপিকার শুভেচ্ছা

একত্রিশে পা দিলেন বলিউডের চিকনি চামেলি ক্যাটরিনা কাইফ। ৯ বছর আগে বলিউডে পা রেখেছিলেন তিনি।  বিদেশি, সালমান খানের গার্লফ্রেন্ড, সব তকমা মুছে ফেলে তিনি বলিউডের চিকনি চামেলি।আজ ১৬ জুলাই তার জন্মদিন। ক্যাটের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী দীপিকা পাডুকোন।এক টুইট বার্তায় দীপিকা জানিয়েছেন, “শুভ জন্মদিন ক্যাটরিনা। অনেক ভালবাসা তোমার জন্য। আশা করি তোমার জীবনের সেরা বছর হোক এটা।”প্রযোজকদের ১০০ কোটির অন্যতম বাজি ক্যাটরিনার জন্মদিনে এদিন আরও শুভেচ্ছা জানিয়েছে বলিউডসহ তার ভক্তকূল।

Advertisement

প্রসঙ্গত, সম্প্রতি রনবীর কাপুুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে শিরোনামে থেকেছেন ক্যাট। গত সপ্তাহে প্রকাশ পেয়েছে হৃতিক রোশনের সঙ্গে তার আগামী ছবি ব্যাং ব্যাংয়ের ফার্স্ট লুক। এরপরই জগ্গা জসুস ছবিতে তার সঙ্গে রনবীরের রিয়েল লাইফ কেমিস্ট্রি দেখায় আশায় রয়েছেন দর্শক।