তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নিজের অবয়ব তৈরি করবেন যেভাবে

ফেসবুকের জনপ্রিয় ফিচার এখন হোয়াটসঅ্যাপে পাবেন। মেটার মালিনাকাধীন মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে নিজের অবয়ব তৈরি করে শেয়ার করতে পারবেন। চ্যাট এবং চাইলে প্রোফাইলেও ব্যবহার করা যাবে এই অবয়ব।

Advertisement

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর প্রতিবেদনে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে ফেসবুকে যেভাবে ফিচারটি ব্যবহার করা হত হোয়াটসঅ্যাপে ঠিক একইভাবে কাজ করবে।

বর্তমানে এটি নির্বাচিত বিটা টেস্টারদের এই ফিচার পাঠিয়েছে মেসেজিং সংস্থাটি। তাই শুরুতেই দেখে নিন আপনার ফোনে এই ফিচার পৌঁছেছে কি না। হোয়াটসঅ্যাপের সেটিংস ওপেন করুন। এখানে যদি অ্যাভাটার অপশন দেখতে না পেলে বুঝে নিন আপনার ফোনে ফিচারটি পৌঁছেছে।

সেটিংস থেকে একবার নিজের অবয়ব সেট করার পরে চ্যাটে স্টিকার হিসেবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও চাইলে প্রোফাইল ছবিতে সেট করা যাবে এটি।

Advertisement

এর মাধ্যমে চ্যাটের মধ্যে নিজের মনের ভাব আরও ভালো ভাবে প্রকাশ করা যাবে বলে মনে করছে সাইটটি। ইমোজি অথবা স্টিকারের পরিবর্তে চ্যাটের মধ্যেই ব্যবহার করা যাবে অ্যাভাটার।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/এমএস

Advertisement