তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপ গ্রুপে নতুন ফিচার

একাধিক সোশ্যাল মিডিয়া একাউন্ট ব্যবহার করেন অনেকে। সেই সঙ্গে আবার আছে ফোন কল, সাবস্ক্রাইব করা বিভিন্ন সাইটের নোটিফিকেশন। টুং টাং শব্দ করে কোনো না কোনো সাইটের নোটিফিকেশন আসছে সারাক্ষণ। কাজের সময় বেশ বিরক্তিকর ব্যাপার বটে।

Advertisement

তবে এবার এই সমস্যার বড় সমাধান নিয়ে এলো হোয়াটসঅ্যাপ। সংস্থাটির নতুন ফিচারে গ্রুপ থেকেই নোটিফিকেশন মিউট করার সুযোগ মিলবে। বড় গ্রুপ চ্যাটগুলোর নোটিফিকেশন কমাতে নিজে থেকেই চ্যাটগুলোকে মিউট করে দেবে।

স্বাভাবিকভাবে কোনো ব্যক্তির থেকে বা গ্রুপে কোনো বার্তা পেলে অনলাইন মেসেজিং অ্যাপ্লিকেশনটি নোটিফিকেশনের মাধ্যমে জানান দেয়। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউবিটাইনফোর একটি রিপোর্টে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ গুগল প্লে বিটা প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন আপডেট ২.২২.২৩.৯ ভার্সনে নিয়ে আসছে। এই আপডেটে থাকছে এই ফিচার। যার মাধ্যমে বড় গ্রুপ চ্যাটগুলো স্বয়ংক্রিয়ভাবে মিউট করা যাবে।

বর্তমানে বিটা ভার্সনে থাকলেও খুব শিগগির অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।

Advertisement

সূত্র: ডব্লিউবিটাইনফো

কেএসকে/জেআইএম