ধর্ম

মৃত ব্যক্তিকে কবরে রাখার দোয়া

মানুষের মরদেহ কবরের রাখার সময় একটি দোয়া রয়েছে। হাদিস শরীফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের শিক্ষার জন্য এবং মানুষকে করবে রাখার সময় উক্ত দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন। দোয়াটি তুলে ধরা হলো-উচ্চারণ : বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসুলিল্লাহ। অন্য বর্ণনায় এসেছে- বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ। (তিরমিজি ও আবু দাউদ)অর্থ : আল্লাহ তাআলার নামে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ত্বরিকা বা সুন্নাতের বা দলের উপর (মধ্যে) রাখা হচ্ছে।সুতরাং উম্মাতে মুসলিমার সকল মৃত ব্যক্তিকে কবর রাখার সময় আল্লাহ তাআলা সবাইকে উক্ত দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement