ঘুস দাবির ২৫ হাজার টাকা না পাওয়ায় এক ক্যানসার রোগীকে ৬ মাস পরের রেডিওথেরাপির সিরিয়াল দেওয়া হয়েছে। মহাখালী জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের এক ওয়ার্ডবয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এমন অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী।
Advertisement
রোববার (৩০ অক্টোবর) সকালে ১১টায় ভুক্তভোগীর অভিযোগে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট।
হাসপাতালটিতে কর্মরত আনসার, ওয়ার্ডবয় ও আয়াদের বিরুদ্ধে টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সিরিয়াল পাইয়ে দেওয়াসহ অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের দুইজন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে টিম ছদ্মবেশে ক্যানসার রোগীদের সঙ্গে সেখানে কর্মরত আনসার ও আয়াদের খাদ্যবিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং টাকার বিনিময়ে চিকিৎসকদের সিরিয়াল পাইয়ে দেওয়াসহ বেশকিছু অনিয়ম সম্পর্কে জানতে পারে তারা।
Advertisement
জানা যায়— পরবর্তীতে অনিয়মের বিষয়ে হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দুদক টিম। হাসপাতাল পরিচালক সেবা বিঘ্নকারী কর্মচারীদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবেন মর্মে টিমকে জানান।
আরও জানা যায়— গত ৬ মার্চ রেডিওথেরাপি নিতে বরিশাল থেকে হাসপাতালটিতে আসেন এক ক্যানসার রোগী। কিন্তু তিনি কোনো সিরিয়াল পাননি। দ্রুত রেডিওথেরাপির সিরিয়াল দিতে এমন সময় হাসপাতালের একজন গেটম্যান/বয় ভুক্তভোগীর কাছে ২৫ হাজার টাকা দাবি করে। তবে, ভুক্তভোগী ওই নারী ঘুসের টাকা না দিতে পারায় তাকে ৬ মাস পরের সিরিয়াল দেন ওই গেটম্যান/বয়।
ভুক্তভোগী ওই নারী জানান— চলতি বছরের শুরুতে তিনি বরিশাল থেকে এসে ঢাকা মেডিকেলে কেমোথেরাপি দেন। ওই সময় চিকিৎসক দ্রুত রেডিওথেরাপি দিতে বলেন তিনি মহাখালীর ক্যানসার হাসপাতালে আসেন। তবে, হাসপাতালে চিকিৎসাসেবা না পেয়ে ওই নারী দুদকে অভিযোগ করেন।
এসএম/এমএএইচ/
Advertisement