অসময়ে যমুনা নদীতে ভাঙন দেখা দিয়েছেন। এতে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরী এলাকার শাহজাহান মোড়ে দেড়শ মিটার এলাকা নদীতে বিলীন হয়েছে। রোববার (৩০ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ ভাঙন দেখা দেয়।
Advertisement
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রনজিত কুমার সরকার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভাঙনরোধে প্রায় ১ হাজার জিওব্যাগ ফেলা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। আরও জিওব্যাগ ফেলা হচ্ছে।
ভাঙনে ক্ষতিগ্রস্ত হারুন তালুকদার, সিদ্দিক ও আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে অভিযোগ করে বলেন, ড্রেজার মেশিন দিয়ে আশপাশের এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এ ভাঙন দেখা দিয়েছে।
Advertisement
স্থানীয় ইউপি সদস্য জহুরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ভাঙন আতঙ্কে ২০টি বাড়ি ও ১৩টি দোকান সরিয়ে ফেলা হয়েছে। এখানে গত বছরও ভাঙনে পাকা মসজিদ ও ঘরবাড়ি বিলীন হয়েছিল।
সিরাজগঞ্জ পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মাছুদুল হক জাগো নিউজকে বলেন, শাহজাহান মোড় এলাকায় ৪০০ মিটার স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে হবে। এরই মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। আগামী মাসের দিকে সেটার কাজ শুরু হবে।
এসজে/জিকেএস
Advertisement