দেশজুড়ে

ফরিদপুরে হা-ডু-ডু খেলায় মানুষের ঢল

ফরিদপুরের মধুখালীতে হারিয়ে যাওয়া খেলা হা-ডু-ডু দেখতে ভিড় জমান দর্শকরা। নতুন প্রজন্মের কাছে খেলাটির জনপ্রিয়তা বাড়াতে মধুখালী উপজেলার সদরের পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিশাপুরের কাঁঠালবাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছে হা-ডু-ডু প্রতিযোগিতা।

Advertisement

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. কামরুজ্জামান বাবুর উদ্যোগে ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্টের প্রথম রাউন্ড খেলা অনুষ্ঠিত হয়। এ খেলা দেখতে মানুষের ঢল নামে।

এতে প্রধান অতিথি ছিলেন মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন। খেলাটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. মুরাদুজ্জামান মুরাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, পৌরসভার প্যানেল মেয়র আনিছুর রহমান লিটন প্রমুখ।

এ ব্যাপারে মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ বলেন, যেকোনো মূল্যে দেশের জাতীয় খেলা হা-ডু-ডুকে বাঁচিয়ে রাখতে হবে। যুব সমাজকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে মুক্ত রাখতে ক্রীড়া চর্চায় মনোযোগী ও আগ্রহী করে তোলার পাশাপাশি গ্রামের মানুষের পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে প্রতি বছরই এ খেলার আয়োজন করা উচিত।

Advertisement

এ বিষয়ে মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন জাগো নিউজকে বলেন, আমাদের দেশের জাতীয় খেলা হা-ডু-ডু। তবে এ জাতীয় খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে। তাই এ ঐতিহ্য ফিরে পেতে, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ খেলার আয়োজন করা হয়। এ খেলা দেখতে ভিড় জমান বিভিন্ন এলাকার শত শত দর্শক।

এন কে বি নয়ন/জেএস/এমএস