রাজধানীর মোহাম্মদপুরে সেফটিনেট ছাড়া একটি বহুতল ভবনের কাজ চলছিল। প্রাইভেট পড়া শেষে নির্মাণাধীন ওই বহুতল ভবনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় মাথায় ইট পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম জিহাদ (১৪)।
Advertisement
তিনি ঢাকা উদ্যান এলাকার অ্যাক্টিভ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির পরীক্ষার্থী ছিলেন।
শনিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার ৪ নম্বর রোডে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ বরিশাল জেলার মুলাদী উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আমরা পরিবারের কাছে হস্তান্তর করবো।
Advertisement
নিহত স্কুলছাত্রের পরিবার থানায় লিখিত অভিযোগ দিলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
টিটি/এমকেআর