খেলাধুলা

মিরাজ-শান্তর ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

মিরাজ-শান্তর ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তৃতীয় হওয়ার লক্ষ্যে শ্রীলংকার দেওয়া ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মিরাজ-শান্তর ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ২৫ ওভার শেষে ২ উইকেটে ৯৮ রান। মিরাজ ২৯ আর শান্ত ১৫ রান নিয়ে ব্যাট করছে। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি টাইগারদের।  ফারনান্দোর করা প্রথম ওভারেই কোন রান না করে সাজঘরে ফিরে গেছেন টাইগার ব্যাটসম্যান জাকির হোসেন। জাকের আলিকে সাথে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন জয়রাজ। তবে টাইগাররা বড় ধাক্কা খায় জাকের ইনজুরিতে পড়লে। ১৫তম ওভারের তৃতীয় বল খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন এই ব্যাটসম্যান। এ সময় পেশিতে টান লাগায় শুয়ে পড়েন জাকের। পরে খেলার মত ফিট না থাকায় মাঠ থেকে বেড়িয়ে যান এই ব্যাটসম্যান। এরপর পরই আউট হয়ে যান সেট ব্যাটসম্যান জয়রাজ শেখ (২৬)।এর আগে ফতুল্লার খান সাহেব আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আসালাংকার হার না মানা অর্ধশতের উপর ভর করে ২১৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। তবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল লংকান দলের দুই ওপেনার। প্রথম দশ ওভারেই তুলে নেয় ৫৩ রান। এরপর ১০ রানের মধ্যে মেন্ডিস (২৬), পেরেরা (৩৪), ফারনান্দোকে (৬) সাজঘরে ফিরিয়ে যুবা টাইগারদের খেলায় ফেরায় মিরাজ।এরপর লংকান্দের হয়ে দলের হাল ধরেন আসালাংকা। শাম্মু আহসানকে সাথে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন তিনি। তবে স্কোর বড় হওয়ার আগেই আহসানকে (২৭) সাজঘরে ফেরান রানা। আর ডি সিলভাকে (১০) দ্রুত ফিরিয়ে খেলার নিয়ন্ত্রণ টাইগারদের হাতে এনে দেন শাওন।এরপর ওয়ানিধু ডি সিলভাকে সাথে নিয়ে ৫৫ রানের জুটি গড়েন আসালাংকা। তবে ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারালে আর ঘুরে দাড়াতে পারেনি শ্রীলঙ্কা। ফলে ৪৮.৫ ওভারেই সবগুলো উইকেট হারিয়ে ২১৪ রান করে লংকান যুবারা। বাংলাদেশের পক্ষে মিরাজ ৩ আর সাইফুদ্দিন ও হালিম ২ টি করে উইকেট নেন।এমআর/এবিএস

Advertisement