চলতি বিশ্বকাপ আসরে আজ দিনের একমাত্র ম্যাচে শ্রীলঙ্কা মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ডের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।
Advertisement
এবারের অস্ট্রেলিয়া বিশ্বকাপে প্রধান প্রতিপক্ষ হিসেবে আভির্ভূত হয়েছে বৃষ্টি। পয়েন্ট ভাগাভাগি হয়ে যাচ্ছে। তাতে জমে যাচ্ছে সেমিফাইনালে ওঠার লড়াই।
এই যেমন ‘গ্রুপ-১’ এ ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড আছে শীর্ষে। আবার সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা আছে পঞ্চম স্থানে। তাদের মধ্যে পয়েন্ট ব্যবধান মাত্র ১! তবে সুখবর হলো সিডনিতে আজ বৃষ্টি হওয়ার সম্ভবনা নেই বললেই চলে।
দুই দলের পরিসংখ্যান অনুযায়ী এ ম্যাচের ফল নিউজিল্যান্ডের পক্ষেই যাওয়ার কথা। কেননা এখনও পর্যন্ত কুড়ি ওভারের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে ২০ বার। যার মধ্যে ১০ বারই জিতেছে নিউজিল্যান্ড এবং ৮ বার জিতেছে শ্রীলঙ্কা, অন্য দুটি ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছিলো।
Advertisement
এছাড়া এবারের আসরেও দুর্দান্ত ছন্দে রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমত উড়িয়ে দিয়েছে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা।
এক নজরে দুই দল
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, মার্টিন গাপটিল, এডাম মিলনে, ড্যারেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল সান্তনার, ইশ সোধি ও টিম সাউদি।
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, আসেন বান্দারা, হাসারাঙ্গা ডি সিলভা, ধনঞ্জয়া ডি সিলভা, আসিথা ফার্নান্দো, চামিকা করুণারত্মে, লাহিরু কুমারা, কুশল মেন্ডিস, পাথুম নিশাঙ্কা, ভানুকা রাজাপাকসে, কাসুন রাজিথা, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডারসি।
Advertisement
কেএ/আইএইচএস/