খেলাধুলা

বুঝতে পারছেন না যে আপনার ক্রিকেট তলিয়ে যাচ্ছে: শোয়েব আখতার

টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান টিম ম্যানেজম্যান্টকে এক হাত নিয়েছিলেন। বলেছিলেন, এই দল নিয়ে বিশ্বকাপে কিছুই করতে পারবে না পাকিস্তান। ভারতের পর জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের হারের পর শোয়েব আখতার স্বভাবতই আরও আগ্রাসী হয়ে উঠলেন।

Advertisement

শোয়েব আগাম বলে দিলেন, পাকিস্তান এই সপ্তাহেই বিশ্বকাপ থেকে ঘরে ফিরবে, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকেও টানলেন এই ভবিষ্যদ্বাণীতে। বললেন, ভারত সেমিফাইনালের বেশি যেতে পারবে না।

বৃহস্পতিবার পার্থে পাকিস্তানের বিপক্ষে ১৩০ রান করেও জিতে গেছে জিম্বাবুয়ে। ১ রানে হেরেছে বাবর আজমের দল। টানা দুই হারে তাদের বিশ্বকাপের সেমিতে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। শোয়েব তো মনে করছেন, পাকিস্তানের আর আশা বাকি নেই।

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর একের পর এক টুইট করেছেন শোয়েব আখতার। তিনি তার প্রথম টুইটে লিখেছেন যে সবচেয়ে নম্র হওয়া অত্যন্ত লজ্জাজনক। এর পরে, তিনি পরবর্তী টুইটে একটি ভিডিওতে বলেছেন, ‘এটি খুব বিব্রতকর। মাঝারিমানের খেলোয়াড় এবং ম্যানেজমেন্টকে আরও নির্বাচন করুন। আমি খুবই হতাশ হয়েছি। জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ার পর আপনি এখন যোগ্যতাই অর্জন করতে পারবেন না।’

Advertisement

রাওয়ালপিন্ডি এক্সপ্রেস তার তৃতীয় টুইটে প্রশ্ন করে লিখেছেন, ‘যদি জিম্বাবুয়ে (সামনে) থাকে তবে সবকিছু নিজে নিজেই হয়ে যাবে? না। নিজে থেকে কিছু হয় না, সবকিছুই নিজেদের করতে হয়। জিম্বাবুয়ের কাছে হেরে গেছেন। আপনি বুঝতে পারছেন না যে আপনার ক্রিকেট তলিয়ে যাচ্ছে। নির্বাচক থেকে শুরু করে পিসিবি চেয়ারম্যান... কারোরই বুদ্ধি নেই যে কাকে বেছে নেওয়া উচিত আর কাকে নয়। আপনার খেলানো উচিত চার বোলারকে কিন্তু আপনি খেলাচ্ছেন মাত্র তিনজন বোলার।’

শোয়েব আখতার আরও বলেন, ‘আমাদের মিডিয়ার কাছে জবাব দিতে হবে। ভারতকে জবাব দিতে হবে। আমরা এখন কী উত্তর দেব? এটা খুব অস্বস্তিকর। এখন দলের আর কিছুই বাকি নেই। জয়ের ম্যাচটা ভারতের হাতে তুলে দিয়েছেন। আমি আগেই বলেছিলাম যে পাকিস্তান এই সপ্তাহে ফিরে আসবে এবং ভারতও সেমিফাইনাল খেলে ফিরে আসবে।’

এমএমআর/এএসএম

Advertisement