দেশজুড়ে

টাঙ্গাইলে বাসের ধাক্কায় ঘোড়ার গাড়ির ২ আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় ঘোড়ার গাড়ির দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

Advertisement

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া ১২ নম্বর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার মালিহাটা গ্রামের বাসিন্দা বাবলু পোদ্দার (৬৫) ও সিরাজগঞ্জের শাহজানপুর উপজেলার পোয়ালগাথা গ্রামের ইউনুস আলী (৫৫)। হতাহতরা জামালপুর থেকে ঘোড়া কিনে বগুড়ায় ফিরছিলেন।

স্থানীয়রা জানান, ছয়জন মিলে জামালপুরের একটি হাট থেকে ঘোড়াসহ গাড়ি কিনে বাড়িতে ফিরছিলেন। পথে তারা মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস ঘোড়ার গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় দুজনকে হাসপাতালে পাঠানো হয়।

Advertisement

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান জাগো নিউজকে বলেন, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক বাসটি জব্দ করা সম্ভব হয়নি।

আরিফ উর রহমান টগর/এসজে/জিকেএস