ফিচার

সম্রাট জাহাঙ্গীর ও অন্নদাশঙ্কর রায়ের প্রয়াণ

মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।

Advertisement

২৮ অক্টোবর ২০২২, শুক্রবার। ১২ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ

মুঘল সম্রাট জাহাঙ্গীরমুঘল সাম্রাজ্যের চতুর্থ সম্রাট। ১৬০৫ সাল থেকে তার মৃত্যু অবধি ১৬২৭ সাল পর্যন্ত রাজত্ব করেন। তার নামের অর্থ (ফার্সী ভাষায়) ‘বিশ্বের বিজয়ী’, ‘বিশ্ব-বিজয়ী’। ১৫৬৯ সালের ৩০ আগস্ট ফতেপুর সিক্রিতে আকবর এবং তার এক স্ত্রী, আম্বাররাজা ভর্মলের কন্যা মরিয়ম-উজ-জামানি গর্ভে জন্ম। জাহাঙ্গীর শিল্প, বিজ্ঞান এবং, স্থাপত্য সঙ্গে মুগ্ধ হন। তরুণ বয়সই চিত্রকলার প্রতি বেশ আগ্রহী ছিলেন। তার নিজের একটি কর্মশালায় ছিল। মুঘল চিত্রকলা শিল্প, জাহাঙ্গীর এর রাজত্বের অধীনে মহান উচ্চতায় পৌঁছেছিল।তার শাসনামলে রাজনৈতিক স্থিতিশীলতা, শক্তিশালী অর্থনীতি এবং চিত্তাকর্ষক সাংস্কৃতিক সাফল্য বিদ্যমান ছিল। এছাড়া সার্বভৌম সীমানা অগ্রসরও অব্যাহত ছিল-বঙ্গ, মেওয়ার, আহমেদনগর ও দক্ষিণ ভারত পর্যন্ত তার রাজ্য বিস্তৃত ছিল। ১৬২৭ সালের ২৮ অক্টোবর মৃত্যুবরণ করেন।অন্নদাশঙ্কর রায়একজন স্বনামধন্য বাঙালি কবি, ছড়াকার, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। ১৯০৪ সালের ১৫ মার্চ ভারতের উড়িষ্যা জেলার এক কায়স্থ রায় পরিবারে জন্ম। গদ্য ও পদ্য উভয় ক্ষেত্রেই ভূমিকা রেখেছেন। তার উল্লেখযোগ্য রবনাবলি হলো- সত্যাসত্য, আগুন নিয়ে খেলা, অসমাপিকা,পুতুল নিয়ে খেলা, প্রকৃতির পরিহাস, দু কান কাটা, হাসন শখী ইত্যাদি। সাহিত্যে অবদানের জন্য জগত্তারিণী পদক, দেশিকোত্তম পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, দু’বার আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, শিরোমণি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, নজরুল পুরস্কার, বাংলাদেশের জেবুন্নিসা পুরস্কার, বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি পান। ২০০২ সালের ২৮ অক্টোবর মারা যান।

ঘটনা১৬৩৮- হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।১৭২৬- জনাথন সুইফটের কালজয়ী গ্রন্থ ‘গালিভারস ট্রাভেলস’ প্রকাশিত হয়।১৮৩১- মাইকেল ফ্যারাডে প্রথম ডাইনামো প্রস্তুত করেন।১৮৮৬- ফ্রান্স যুক্তরাষ্ট্রের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসাবে স্ট্যাচু অব লিবার্টি উৎসর্গ করে।১৯২৯ - ফ্লোরিডায় একটি বিমানে প্রথম শিশু জন্মের ঘটনা ঘটে।১৯৪০- ফ্লোরেন্সে অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির সাক্ষাৎ হয়।১৯৮৯- ভারতে ট্রেন দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়।

Advertisement

জন্ম১৮৬৬- বাঙালি শিশুসাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার।১৮৬৭- সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা।১৯০২- ইংরেজ অভিনেত্রী এলসা ল্যানচেস্টার।১৯৫৫- মার্কিন কম্পিউটার প্রোগ্রামার, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

মৃত্যু১৮৯৪- বাংলায় প্রথম লোক কাহিনি সংগ্রাহক রেভারেন্ড লালবিহারী।১৯৩৭- ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়।১৯৭১- শহীদ মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান।

কেএসকে/জিকেএস

Advertisement