আন্তর্জাতিক

চলতি বছরেই আইএস শেষ : ইরাকের প্রধানমন্ত্রী

চলতি বছরেই উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএলকে ইরাক থেকে নির্মূল করা হবে বলে জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি। শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত একটি নিরাপত্তা সম্মলনে ইরাকের প্রধানমন্ত্রী এ কথা বলেছেন। তিনি আরো বলেছেন, এ বিষয়ে তার সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।তিনি বলেন, “গত বছরই ছিল ইরাকে আইএস সন্ত্রাসীদের অবস্থানের শেষ বছর এবং চলতি বছরকে আমরা আইএসের জন্য চূড়ান্ত বছর করতে চাই।”হায়দার আল-এবাদি বলেন, “আইএস সন্ত্রাসীরা যত জায়গা দখল করেছিল তার প্রায় অর্ধেক আমরা আবার নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছি। আইএস হচ্ছে এখন আন্তর্জাতিক ইস্যু এবং এই সন্ত্রাসী গোষ্ঠীর ট্রানজিট ও তহবিল বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো বেশি চেষ্টা করতে হবে।”আরএস/এমএস

Advertisement