দেশজুড়ে

এবার রংপুরে বিএনপির গণসমাবেশ, চলছে মঞ্চ তৈরি

চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার পর এবার রংপুরে হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। ২৯ অক্টোবর অনুষ্ঠিতব্য এ সমাবেশকে ঘিরে বিভাগজুড়ে চলছে নানা প্রস্তুতি। উপজেলার নেতাকর্মীরা এরই মধ্যে বিভিন্ন উপজেলায় প্রস্তুতি সভাও করেছেন।

Advertisement

বিভাগের এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলছে লিফলেট বিতরণসহ নানা প্রচারণা। সাঁটানো হয়েছে ব্যানার ফেস্টুন। রংপুরের ঐতিহাসিক কালেক্টরের মাঠে তৈরি হচ্ছে মঞ্চ। ওইদিনের সমাবেশ গণসমুদ্রে রূপ নেবে এমনটাই ধারণা নেতাদের।

রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন জাগো নিউজকে বলেন, ২৯ অক্টোবরের গণসমাবেশ বাধাগ্রস্ত করতে বর্তমান সরকার বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তৃণমূল নেতাকর্মীরা যেন সমাবেশে আসতে না পারে এজন্য তাদের তালিকা করে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যত চেষ্টাই করুক না কেন কোনোভাবেই এ সমাবেশ বানচাল বা বাধাগ্রস্ত করতে পারবে না। আশা করছি ২৯ অক্টোবর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশ গণসমুদ্রে রূপ নেবে।

Advertisement

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, রংপুরে ২৯ অক্টোবরের গণসমাবেশের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, গুম, খুন ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। যেকোনো মূল্যে আমরা ২৯ অক্টোবরের গণসমাবেশ সফল করবো।

বুধবার (২৬ অক্টোবর) গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ পরিদর্শনে এসে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, কোনো বাঁধাই গণসমাবেশ আটকাতে পারবে না। খুলনায় মানুষ যেমন সাঁতরে নদী নালা পার হয়ে সমাবেশে এসেছেন, ঠিক তেমনি রংপুরের সমাবেশেও মানুষ বাইসাইকেলে, হেঁটে যে যেভাবে পারে আসবে। ২৯ অক্টোবর সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীদের পদচারণায় প্রকম্পিত হয়ে উঠবে রংপুর।

সরকারের পক্ষ থেকে কোনো বাধা আসছে কি না জানতে চাইলে আসাদুল হাবিব দুলু বলেন, আমরা জিলা স্কুল মাঠে সমাবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু সেটার অনুমতি না দেওয়াটাই প্রথম একটা বাধা বলে মনে করছি। তবে কোনো বাধাই আমাদের আটকাতে পারবে না।

জিতু কবীর/এসজে/জিকেএস

Advertisement