নীলফামারীর কিশোরগঞ্জে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পানে কাকুলি আক্তার নামের এক প্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।
Advertisement
বুধবার (২৬ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কাকুলি আক্তার রণচণ্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন বাকপ্রতিবন্ধী কাকলি আক্তার। অন্যান্য ওষুধের সঙ্গে ঘরে টেবিলের ওপর কীটনাশকের বোতল ছিল। বুঝতে না পেরে মঙ্গলবার দুপুরে জ্বরের ওষুধ ভেবে কীটনাশক পান করেন কাকুলি। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রংপুরে রেফার করেন। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Advertisement
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, ওই তরুণী বাকপ্রতিবন্ধী ছিলেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এসআর/এএসএম