আন্তর্জাতিক

ফিলিপাইনে ভূমিকম্পে আহত ২৬

ফিলিপাইনে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে ২৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে এসব তথ্য। প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে বিভিন্ন শহরের নানা স্থাপনা।

Advertisement

দেশটির পুলিশ ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের নিজ প্রদেশ ইলোকোস নর্তেতে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। এদিকে, ভূমিকম্পে ক্ষতির কারণে বুধবার রাজধানী শহর লাওয়াগের আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট যিনি বংবং নামেও পরিচিত, টুইটার বার্তায় আফটারশকের ব্যাপারে স্থানীয়দের সতর্ক করেছেন এবং বহুতল ভবন থেকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে, ২০০-শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে।

Advertisement

আবরার লা পাজ শহরে, একটি শতাব্দী-প্রাচীন গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন যে, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন।

গত জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে ১১ জন নিহত হন এবং আহত হন কয়েকশ মানুষ।

এর আগে ২০১৩ সালের অক্টোবরে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে, কেন্দ্রীয় দ্বীপ বোহলে প্রায় দু’শো মানুষ নিহত হন।

ফিলিপাইনে ভূমিকম্প একটি নিত্যদিনের ঘটনা, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’ বলয়ের মধ্যে অবস্থিত।

Advertisement

সূত্র: আল-জাজিরা

এসএনআর/এমএস