জাতীয়

রানাসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে বহুল আলোচিত সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানা ও তার পরিবারের সদস্যসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মুখ্য বিচারিক হাকিম আদালতে বুধবার বিকেলে দুদকের উপ-পরিচালক এসএম মফিদুল ইসলাম এ অভিযোপত্র দাখিল করেন।চার্জশিটভুক্ত আসামিরা হলেন- রানা প্লাজার মালিক সোহেল রানা, রানার বাবা আব্দুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭নং ওয়ার্ড কমিশনার হাজী মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) আর্কিটেস্ট এটিএম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌরসভার মেয়র মো. রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব মো. আবুল বাশার, ফ্যান্টম এপারেলস লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউ ওয়েব বটমস লিমিটেডের এমডি বজলুস সামাদ ও ইথার টেক্স লিমিটেডের চেয়ারম্যান মো. আনিসুর রহমান।দুদক সূত্র জানায়, অবৈধ ও নকশা বহির্ভূতভাবে অনুমোদিত ছয় তলা ভবনকে দশ তলা নির্মাণ করায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরর করেছিল দুদক। তবে সোহেল রানা মামলার এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হয়েছে।অভিযুক্তদের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় এ চার্জশিট দাখিল করা হয়েছে।

Advertisement