কৃষি ও প্রকৃতি

সিত্রাংয়ে ঝরেছে আমন ধানের ফুল, পানির নিচে সবজির খেত

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষিখাত। এ ঝড়ে দেশের ১৯ জেলায় ৫৯ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে ৩৩ হাজার ৭০০ হেক্টর আমন ধান ও ২৫ হাজার ২০০ হেক্টর সবজি ও অন্যান্য ফসল। এসব জমির আমন ধান হেলে পড়ছে। যেসব ধানের ফুল এসেছে, সেগুলো ঝরে গেছে। সবজির মাঠে পানি উঠেছে। এছাড়া পানিতে ভেসে গেছে প্রায় এক হাজার মাছের ঘের।

Advertisement

যদিও প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম জাগো নিউজকে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সেভাবে প্রভাব ফেলেনি। প্রাথমিকভাবে যা দেখছি, তাতে বলা যায় সেভাবে ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এর থেকে বেশি ক্ষতির আশঙ্কা করেছিলাম।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মাটিতে নুয়ে পড়েছে রোপা আমন

Advertisement

অধিদপ্তরের সরেজমিন উইংয়ের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা, ভোলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর। এসব জেলার বাইরে আরও ১১ জেলার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক এ প্রতিবেদনের তথ্যমতে, ১৯ জেলায় ১৬ লাখ ৫০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এরমধ্যে ক্ষতির মুখে পড়েছে ৩৩ হাজার ৭০০ হেক্টর আমনের জমি।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী ব্রি’র কৃষি পরামর্শ

এসব জেলায় সবজি ও অন্যান্য ফসলের আবাদ হয়েছে ৪২ হাজার ৬১৮ হেক্টর। সিত্রাংয়ে আক্রান্ত হয়েছে ২৫ হাজার ২০০ হেক্টর। ১৯ জেলায় মোট আক্রান্ত জমির পরিমাণ ৫৮ হাজার ৯০০ হেক্টর।

Advertisement

এনএইচ/এএএইচ/এএসএম