ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছচাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খার স্ত্রী সারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রোমেছা বেগম (৫৮)।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল মনসুর ওই দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাত সোয়া ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের ঘরের ওপর চম্বল গাছ উপড়ে পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়ে গাছচাপায় তার স্ত্রী রোমেছা বেগম (৫৮) মারা যান।
Advertisement
ওসি আবুল মনসুর বলেন, রাত সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার পাঁচকাহনিয়া গ্রামে রেজাউল খার বাড়ির পাশে থাকা খেজুর গাছ তার বসতঘরের ওপড়ে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা তার স্ত্রী সারমিন বেগম গাছচাপায় ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া এলাকায় গাছ পড়ে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সড়কের দুইপাশে আটকা পড়েছে অর্ধশতাধিক যানবাহন। এলাকাবাসীর সহায়তা ছাত্রলীগ কর্মীরা গাছ কেটে সড়ক থেকে সরানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।
অন্যদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জেলার বিভিন্ন স্থানে কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে ও গাছ উপড়ে পড়েছে। এতে মারা গেছে গবাদিপশুও।
এ বিষয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়া অন্য ক্ষতিগ্রস্তদের বসতঘর ঠিক করে দেওয়া হবে।
Advertisement
এমআরআর/জেআইএম