আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হচ্ছেন সুনাককনজারভেটিভ পার্টির প্রধান হতে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন পেনি মর্ডান্ট। প্রতিদ্বন্দ্বিতা করার বদলে ঋষি সুনাকের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। এর ফলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত নেতা সুনাক।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হয়ে যেসব রেকর্ড গড়ছেন সুনাকযুক্তরাজ্যের নতুন সরকারপ্রধান হিসেবে শপথ নিয়ে একঝাঁক রেকর্ড গড়তে চলেছেন ঋষি সুনাক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, প্রথম অশ্বেতাঙ্গ, প্রথম এশীয় বংশোদ্ভূত এবং প্রথম হিন্দু ধর্মাবলম্বী নেতা হিসেবে যুক্তরাজ্য শাসন করবেন ঋষি। এছাড়া, বিগত ২০০ বছরের মধ্যে দেশটির কনিষ্ঠতম প্রধানমন্ত্রীও হতে চলেছেন ঋষি।
নির্বাচন করতে ইমরান খানের বাধা নেই: হাইকোর্টতোশাখানা মামলায় পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) রায়ের বিরুদ্ধে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আপিল খারিজ করে দিয়েছেন স্থানীয় হাইকোর্ট। তবে নির্বাচনে অংশ নিতে তার জন্য কোনো বাধা নেই বলে জানিয়েছেন আদালতের বিচারপতি।
Advertisement
মিয়ানমারে সঙ্গীত উৎসবে বিমান হামলায় ৫০ জন নিহত: রিপোর্টমিয়ানমারের কাচিন প্রদেশে বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক নির্বাসিত সাংবাদিক। স্থানীয় সংবাদমাধ্যম কাচিন নিউজের বরাতে এ তথ্য জানিয়েছেন তিনি। এছাড়া চীনা সংবাদমাধ্যম সিজিটিএনের খবরে এই হামলার কথা জানানো হয়েছে।
কঠোর নীতিতেও নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি: দ্য ইকোনমিস্টইউরোপ ও আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি যেন দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে উচ্চ মূল্যস্ফীতিসহ নানাবিধ অর্থনৈতিক সংকটে ধুকছে উন্নতবিশ্বের দেশগুলো। মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করতে রেকর্ড পরিমাণ নীতি সুদহার বাড়িয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক (ইসিবি), যদিও এবারের মূল্যস্ফীতি ঠিক চাহিদাজনিত নয়। তবে শুধু ইসিবি নয়, বিশ্বের প্রায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংই নীতি সুদহার বাড়িয়েছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছেআন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এক শতাংশের বেশি কমেছে। কারণ করোনা মহামারির কঠোর নীতির কারণে সেপ্টেম্বরেও চীনে চাহিদা কম ছিল। বিশ্বে সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে চীন। সোমবার (২৪ অক্টোবর) সকালের দিকে ডিসেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৫০ ডলারে দাঁড়ায়। তাছাড়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারিলপ্রতি ১ দশমিক শূন্য ৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৪ দশমিক শূন্য ২ ডলারে দাঁড়ায়।
চীনের জিডিপি বেড়েছে পূর্বাভাসের চেয়ে বেশিপূর্বাভাসের চেয়ে চীনের জিডিপি বেড়েছে। সোমবার (২৪ অক্টোবর) প্রকাশিত তথ্যে দেখা গেছে, চীনের অন্যান্য অর্থনৈতিক পরিসংখ্যানও শক্তিশালী অবস্থানে রয়েছে। শি জিনপিং তৃতীয়বারের মতো ক্ষমতা গ্রহণের একদিন পরেই এ তথ্য প্রকাশ করা হয়।
Advertisement
উত্তেজনার মধ্যেই সীমান্তে দুই কোরিয়ার গুলিবিনিময়ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও সামরিক মহড়াকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরেই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এবার উপকূলীয় সীমান্তে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার বাহিনী সতর্কীকরণ গুলি ছুড়েছে। দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে।
রানি এলিজাবেথের ১৪টি ঘোড়া বিক্রি করে দিচ্ছেন রাজা চার্লসরাজকীয় ঐতিহ্য ভেঙে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের ১৪টি ঘোড়া বিক্রি করছেন তার ছেলে ও ব্রিটেনের বর্তমান রাজা তৃতীয় চার্লস। সোমবার (২৪ অক্টোবর) মূল্যবান এসব ঘোড়া স্থানীয় নিউমার্কেটের টেটারসালস নিলাম হাউজ থেকে নিলামের মাধ্যমে বিক্রির প্রক্রিয়া চলছে।
হামলায় সালমান রুশদির এক চোখ-হাত অকেজোআলোচিত লেখক সালমান রুশদির ওপর সম্প্রতি ছুরি হামলা হয়েছে। এতে তার এক চোখের দৃষ্টিশক্তি ও একহাত সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে। গত ১২ আগস্ট নিউইয়র্কের একটি শিক্ষাকেন্দ্রে হলভর্তি দর্শকের সামনে বক্তৃতা দেওয়ার প্রস্তুতিকালে সালমান রুশদির ওপর ওই হামলা হয়।
কেএএ/এএসএম