ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
Advertisement
সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদী উত্তাল হওয়ায় এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার রাত থেকেই জেলায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সেইসঙ্গে বইছে ঝড়োবাতাস। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এতে খেটে খাওয়া মানুষরা পড়েছেন চরম বিপাকে। প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছেন না কেউ।
Advertisement
ফেরি চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিটিসির দৌলতদিয়া ঘাট ব্যাবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। তাছাড়া এরুটে বর্তমানে যানবাহনের কোনো চাপ নেই। নদী পারের জন্য দৌলতদিয়া প্রান্তে অপেক্ষমাণ কোনো যানবাহন নেই।
রুবেলুর রহমান/এমআরআর/এএসএম