ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতের আশঙ্কায় পূর্ব প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন উঠা-নামা বন্ধ করে দেওয়া হয়েছে।
Advertisement
সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত সব প্লেন উঠা-নামা বন্ধ ঘোষণা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।
তিনি বলেন, সোমবার বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ের মধ্যে সব ধরনের প্লেন উঠা-নামা বন্ধ থাকবে। তবে পরবর্তীসময়ে আবহাওয়ার ওপর নির্ভর করে এর আগেও কার্যক্রম শুরু হতে পারে।
ইকবাল হোসনে/আরএডি/এএসএম
Advertisement