আন্তর্জাতিক

তাইওয়ানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯৪

তাইওয়ানের তাইনান শহরে ভয়াবহ ভূমিকম্পে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। গত শনিবার এই ভূমিকম্পে একটি বড় আবাসিক ভবন বিধ্বস্ত হয়। শুক্রবার সরকারি হিসাবের বরাতে বিবিসি এই তথ্য জানিয়েছে। বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৩০ জন নিখোঁজ রয়েছেন। তবে সেখানে আর কারো বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।তাইনান শহরে ভূমিকম্পে নিহত ও নিখোঁজদের স্মরণে শুক্রবার এক সভার আয়োজন করা হয়। এতে অংশ নেন তাইওয়ানের বিদায়ী প্রেসিডেন্ট ও সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট। ভূমিকম্পে তাইনান শহরে গুঁড়িয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া দুজন বাদে সবার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কারণ দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ধসে পড়া গোল্ডেন ড্রাগন কমপ্লেক্সের ডেভেলপার লিন মিং-হুই এবং এর দুজন স্থপতিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভবন নির্মাণে গাফিলতির অভিযোগ আনা হয়েছে। জেএইচ/এবিএস

Advertisement