ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ভোলায় বৃষ্টি ও বাতাস বইছে। উত্তল হয়ে উঠেছে মেঘনা ও তেঁতুলিয়া নদী। সোমবার (২৪ অক্টোবর) ভোর থেকে কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও মাঝারি বৃষ্টি এবং একই সঙ্গে হালকা বাতাস বইছে।
Advertisement
ভোলা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আবু জাফর জানান, সিত্রাংয়ের প্রভাবে সোমবার সকাল পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। বিকেলের দিকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় ভোলার সাত উপজেলায় ৭৪৬টি সাইক্লোন শেল্টার ও এক হাজার ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। এছাড়াও সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগকালীন সময়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া মানুষদের জন্য শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত করা হয়েছে।
জুয়েল সাহা বিকাশ/জেএস/এমএস
Advertisement