দেশজুড়ে

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নেতার মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে গাড়িচাপায় রাশেদুজ্জামান রাশেদ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (২৩ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকুল্যা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

রাশেদুজ্জামান রাশেদ পাকুল্যা পূর্বপাড়া গ্রামের সিরাজুল ইসলাম ননি মিয়ার ছেলে। তিনি পাকুল্যা বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক ও জামুর্কী ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।

নিহতের ছোট ভাই শহীদ মিয়া জানান, তিনি পাকুল্যা বাজারে পোল্ট্রি খাবার বিক্রি করতেন। প্রতিদিন রাত সাড়ে ১০টার মধ্যে বাড়িতে চলে আসতেন। রাতের কোনো এক সময় মহাসড়ক পার হতে গিয়ে গাড়িচাপায় তিনি নিহত হন।

গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোল্লা টুটুল জানান, রাত দেড়টার দিকে মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

এস এম এরশাদ/আরএইচ/এমএস